নিজস্ব প্রতিনিধি,
রবিবার আগরতলার বনমালীপুরস্থিত নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে মহানাম অঙ্গন আশ্রমের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করা হয় l এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (ডঃ) মানিক সাহা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি রক্তদান ও অঙ্গদানের মত মানবিক বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। পাশাপাশি নেশার বিরুদ্ধে ও কুসংস্কার দূরীকরণে জনজাগরণ ও গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠান গুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
akb tv news
14.09.2025