আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তদানে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি, 

    রবিবার আগরতলার বনমালীপুরস্থিত নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে মহানাম অঙ্গন আশ্রমের ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান উৎসবের আয়োজন করা হয় l এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (ডঃ) মানিক সাহা।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধ্যাত্মিক আলোচনার পাশাপাশি রক্তদান ও অঙ্গদানের মত মানবিক বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। পাশাপাশি নেশার বিরুদ্ধে ও কুসংস্কার দূরীকরণে জনজাগরণ ও গণআন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠান গুলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী।





    akb tv news 

    14.09.2025

    3/related/default